মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তা কার্যকর হয় না। তালাক কার্যকর হওয়ার জন্য লিখা বা মুখে উচ্চারণ করা জরুরি।
- والله اعلم باالصواب -
ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রি, ২১