আল্লাহুম্মা আমীন বলে মুনাজাত শুরু করা

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

মুনাজাতে প্রথমে আল্লাহুম্মা আমীন বলে মুনাজাত আরম্ভ করা এবং মুনাজাতের শেষে বহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত সমাপ্ত করা কতটুকু শরী‘আত সম্মত?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুনাজাতের শুরুতে হামদ- সালাত পড়ে দু‘আ শুরু করা তেমনিভাবে মুনাজাতের শেষে হামদ-সালত এবং আমীন বলে দু‘আ শেষ করার কথা হাদীসে প্রমাণিত আছে। প্রশ্নে উল্লেখিত পন্থা কোন কিতাবে বর্ণিত নেই। সুতরাং তা শরী‘আত পরিপন্থী এবং এ ধরনের প্রথাকে অভ্যাসে পরিণত করা বিদ‘আত। অতএব তা বর্জন করা মুসলমানদের দ্বীনী দায়িত্ব।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত, পৃষ্ঠা: ২৭
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১