"আল্লাহুম্মা আমীন" বলে দুআ শুরু করার হুকুম

প্রশ্ন

"আল্লাহুম্মা আমিন" বলে মোনাজাত শুরু করে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" বলে মোনাজাত শেষ করা কি বিদআত?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, এটি বেদআত নয়। তবে একে জরুরী মনে করা বেদআত। তবে দুআ করার সুন্নাত পদ্ধতি হল, যেমনটি হাদীসে বর্ণিত- فضالة بن عبيد يقول : سمع النبي صلى الله عليه و سلم —-إذا صلى أحدكم فليبدأ بتحميد الله والثناء عليه ثم ليصل على النبي صلى الله عليه و سلم ثم ليدع بعد بما يشاء হযরত ফুযালা বিন উবায়েদ e বলেন, রাসূল c ইরশাদ করেছেনঃ যখন তোমাদের কেউ দুআ করে, তখন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা বাক্য পাঠ করবে, তারপর নবীজী c এর উপর দরূদ পাঠ করবে, তারপর যা মনে চায় তা চাইবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে তিরমিজী, হাদীস নং: ৩,৪৭৭
  • সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ১,৯৬০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩০ জুন, ২৩