আমি অনেক সময় সাপের স্বপ্ন দেখি। অনেক সময় দেখি সাপ আমার হাতে কামড় দিয়েছে। সব সাপ বিষধর। এই স্বপ্নের তাবীর কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আল্লামা সীরীন i এর ব্যাখ্যা অনুপাতে এর মানে হল, শত্রু দ্বারা ক্ষতি হতে পারে। (তাবীরুর রুয়া লিইবনে সীরীন) তাই সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা উচিত। বাকি স্বপ্নের ব্যাখ্যা সব সময় সত্য হয় এমন নয়। তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই। বেশি বেশি করে আল্লাহর নুসরত এবং দয়া চান। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হিফাযত করবেন।
- والله اعلم باالصواب -