শাশুড়ির মামার সাথে দেখা সাক্ষাত

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয৫ এপ্রি, ২১

প্রশ্ন

শাশুড়ির মামার সাথে দেখা সাক্ষাত করা যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শাশুড়ির মামা মাহরাম নয়। তাই তার সাথে দেখা সাক্ষাত করা জায়েয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ৭১১
  • তাফসীরে কুরতুবী, খন্ড: , পৃষ্ঠা: ১০৩
  • সূরা: নিসা , আয়াত: ২২
  • আলমুফাসসাল, মাদ্দাহ, হাদীস নং: ৫,৪৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রি, ২১