জনৈক রোযাদার ব্যক্তির রোযা অবস্থায় হঠাৎ অনিচ্ছায় অল্প পরিমাণ বমি মুখে চলে আসে। অতঃপর তা আবার ভিতরে চলে যায়। জানার বিষয় হল, উক্ত কারণে কি তার রোযা ভেঙ্গে গেছে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রোযা অবস্থায় যদি হঠাৎ অনিচ্ছায় অল্প পরিমাণ বমি মুখে চলে এসে তা আবার ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয় না। সুতরাং ঐ ব্যক্তির রোযা নষ্ট হয়নি।
- والله اعلم باالصواب -