যাকাতে হিসেব থেকে দীর্ঘমেয়াদী ঋণ কি বাদ দিতে হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসযাকাত-ফিতরা১০ মে, ২১

প্রশ্ন

১. যাকাত হিসেব করার সময় কি ব্যাংকের হাউজ বিল্ডিং ঋণ বাদ দিতে হবে? ঋণ বাদ দিলে যাকাত আসে না। উল্লেখ্য তিনি নিজেই ঐ ব্যাংকে চাকুরী করে। যা তার বেতন থেকে মাসে মাসে কাটা হত। যেহেতু তিনি সুদভিত্তিক ঋণ নিয়ে বাড়ি করতে লোন নিয়েছিলেন।

২. আর প্রয়োজনের অতিরিক্ত আরেকটি জমি যদিও তা বাড়ি করার উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে নয়, সেই জমির মূল্য কি যাকাতের আওতায় আসবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দীর্ঘ মেয়াদী ঋণের ক্ষেত্রে উসূল হল, কিস্তিতে বাৎসরিক যত টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে ততটুকু টাকা যাকাতের হিসেব থেকে বাদ দিয়ে গণনা করে যদি বাকি টাকা যাকাতের নিসাব পরিমাণ হয়, এবং তার উপর বছর অতিক্রান্ত হয়, তাহলে উক্ত টাকার যাকাত দিতে হবে। উদাহরণতঃ যদি দুই লাখ টাকার উপর যাকাত আবশ্যক হয়ে থাকে। আর তিনি প্রতি মাসে যে পরিমাণ ঋণ আদায় করেন, তা বছরান্তে কথার কথা ৫০ হাজার টাকা হয়। তাহলে উক্ত ব্যক্তি তার মূল সম্পদ থেকে ঐ ৫০হাজার টাকা বাদ দিয়ে যদি দুই লাখ টাকা অতিরিক্ত থাকে, সেই সাথে যাকাত আবশ্যক হওয়ার অন্যান্য শর্তাবলী পাওয়া যায়, তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে। পূর্ণ ঋণ বাদ দিয়ে হিসেব করবে না। বরং শুধু বাৎসরিক যতটুকু ঋণ আদায় করতে হবে, শুধু এতটুকু ঋণ যাকাতের হিসেব থেকে বাদ দিবে। যদি বাৎসরিক উক্ত ঋণ আদায়ের পর যাকাত আবশ্যক হয় পরিমাণ সম্পদ না থাকে, তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে না। জমির উপর যাকাত আবশ্যক হয় না। তবে যদি জমির ব্যবসা করার উদ্দেশ্যে ক্রয় করে থাকে, তাহলে ব্যবসায়িক পণ্য হওয়া হিসেবে যাকাত আবশ্যক হবে। জমি হিসেবে নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ১৭৭
  • بدائع الصنائع, খন্ড: , পৃষ্ঠা: ৮৬
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ১৮২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১০ মে, ২১