মৃত ব্যক্তির নামে কুরবানী দিলে উক্ত গোস্ত আত্মীয়রা খেতে পারবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১৭ মে, ২১

প্রশ্ন

মৃত ব্যক্তির নামে কুরবানী দিয়ে ঐ গোশ্‌ত কি মৃত ব্যক্তির পরিবার এবং আত্মীয়রা খেতে পারবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মৃত ব্যক্তির নামে কুরবানী দেয়ার তিনটি সূরত রয়েছে। যথা-

১. যদি মৃত ব্যক্তি তার নামে কুরবানী করার জন্য অসিয়ত করে যায়, আর উক্ত মৃত ব্যক্তির রেখে যাওয়া ত্যাজ্য সম্পদ থেকেই কুরবানী দেয়া হয়।

২. মৃত ব্যক্তি অসিয়ত করে গেছে তার নামে কুরবানী দেয়ার জন্য কিন্তু তার সম্পদ থেকে কুরবানী দেয়া হয়নি, বরং আত্মীয়রা নিজের সম্পদ থেকে তার নামে কুরবানী করে দিয়েছে।।

৩. মৃত ব্যক্তি অসিয়ত করে যায়নি। আত্মীয়রা এমনিতেই মৃত ব্যক্তির নামে কুরবানী করে। উক্ত তিন সূরতের প্রথম সূরতে কুরবানীর গোস্ত পরিবারের জন্য খাওয়া জায়েজ নয়। বরং তা দান করে দেয়া আবশ্যক। বাকি দুই সূরতে কুরবানীর গোস্ত আত্মীয় ও পরিবারের জন্য খেতে কোন সমস্যা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • فتح المعين, খন্ড: , পৃষ্ঠা: ৩৮২
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৫
  • قاضي خان على هامش الهندية, খন্ড: , পৃষ্ঠা: ৩৫২
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ২৯৩
  • سنن ابى داود, হাদীস নং: ২,৭৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১