বাড়ি বানাতে গিয়ে মাটিতে কঙ্কাল পাওয়া গেলে করণীয়

মাসিক আল কাউসারবিবিধ১৫ মার্চ, ২১

প্রশ্ন

বিশ বছর পূর্বে বাড়ি বানানোর উদ্দেশ্যে ঢাকা শহরে একটি জমি ক্রয় করি। এখন আমি ঐ জমিতে বাড়ি বানানোর কাজ শুরু করেছি। কিন্তু এক স্থানে গর্ত করতে গিয়ে মাটির নিচে একটি কঙ্কাল পাওয়া গেল। জমি-বিক্রেতাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলল, আমার জানামতে এখানে কোনো কবর ছিল না। যা দ্বারা বুঝা যায় এটি অনেক পুরাতন কবর। আমার জানার বিষয় হল, এ অবস্থায় শরীয়তের দৃষ্টিতে আমার কী করণীয়? উল্লেখ্য, ঐ স্থানে আমার বাড়ি বানানো খুবই প্রয়োজন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোল্লিখিত অবস্থায় আপনি ঐ কঙ্কাল উঠিয়ে অন্যত্র দাফন করে দিতে পারেন। অথবা সেখানেও মাটির নিচে পুঁতে রেখে সমান করে দিয়ে উপরে বাড়ি নির্মাণ করতে পারবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১০১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৭১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১