নামাযে ধারাবাহিকতা বজায় রাখা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

তারতীব বা নামাযে ধারাবাহিকতা বজায় কিভাবে রাখতে হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তারতীব হলো, যে ব্যক্তির ছয় ওয়াক্তের কম নামায কাযা হয়েছে, সে ব্যক্তি ওয়াক্তিয়া নামায আদায় করার পূর্বে কাযা নামাযগুলো তারতীবের সাথে অর্থাৎ যে নামায প্রথম কাযা হয়েছে তা প্রথমে আদায় করবে। এমনিভাবে সব কাযা নামায আদায় করার পর ওয়াক্তিয়া নামায আদায় করবে। একেই তারতীব বলে। এই তারতীবের দিকে খেয়াল রাখা ওয়াজিব। তবে এই তারতীব তিন কারণের যে কোন একটি কারণ পাওয়া গেলে তখন আর তারতীব বজায় রাখা ওয়াজিব থাকে না। তখন তারতীব ছাড়া নামায আদায় করলেও নামায আদায় হয়ে যায়। কারণগুলো হল-

(১) ওয়াক্তিয়া নামাযের সময় এত কম হয়ে যাওয়া যে, যদি কাযা নামায পড়ে তাহলে ওয়াক্তিয়া নামাযের ওয়াক্ত চলে যাবে। তাহলে তারতীব ছেড়ে দিবে এবং ওয়াক্তিয়া নামায পড়ে নিবে।

(২) কাযা নামাযের কথা ভুলে গেলে।

(৩) পাঁচ ওয়াক্তের বেশী কাযা হয়ে গেলে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদদুররূল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৫
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৪
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১