নফল নামাজের সিজদায় বাংলায় দোয়া করা

মাসিক আল কাউসারনামায২ মার্চ, ২১

প্রশ্ন

নফল নামাযে সিজদা অবস্থায় কোনো ধরনের দুআ করা জায়েয আছে কি না? এক আলেমের মুখে শুনেছি, নফল নামাযে সিজদা অবস্থায় বাংলাতেও দুআ করা জায়েয আছে। তার এ কথা কতটুকু সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নফল নামাযে সিজদা অবস্থায় কুরআন-হাদীসে বর্ণিত দুআসমূহ পড়া যাবে। তবে নফল হোক কিংবা অন্য কোনো নামাযে অনারবী ভাষায় দুআ করা নিষিদ্ধ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ১২৬
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫২১
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২২৪
  • হাশিয়া তাহতাবী আলাদ্দুর, পৃষ্ঠা:
  • আসসিআয়াহ, খন্ড: , পৃষ্ঠা: ২৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১