তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া

মাসিক আল কাউসারনামায২৭ ফেব, ২১

প্রশ্ন

আমাদের মসজিদে ইমাম সাহেব তারাবীর নামাযের শেষ বৈঠকে এ পরিমাণ বসার পর সালাম ফিরিয়ে দেন যে সময়ে  শুধু তাশাহহুদ পড়া যায়। দুরূদ ও দুআ পড়া যায় না। এখন আমার জানার বিষয় হল, তারাবীর নামাযে ইমামের জন্য দরূদ ও দুআ পড়ার কি হুকুম? পড়বে, না পড়বে না।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অন্য নামাযের মতো তারাবীতেও শেষ বৈঠকে দুরূদ ও দুআ পড়া সুন্নত। ইমাম-মুক্তাদী সকলের জন্যই সুন্নত। ইমামের উচিত শেষ বৈঠকে দুআ-দুরূদ এমন ধীর গতিতে পড়া যেন ঐ সময়ের মধ্যে মুক্তাদীদের দুরূদ ও দুআ পড়া সম্ভব হয়। তারাবীহ নামাযে এগুলো পড়তে হবে না এমন কোনো নিয়ম নেই। ইমাম-মুক্তাদী সকলের জন্য তা পড়া সুন্নত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৬৯
  • শরহুল মুনইয়্যাহ, পৃষ্ঠা: ৪০৮
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭৯
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১