জুমু‘আর সানী আযানের জবাব দিতে হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জুমু‘আর সানী আযানের জবাব মুখে উচ্চারণ করে দেয়া নিষেধ। তবে মনে মনে দেয়া যেতে পারে।
- والله اعلم باالصواب -
ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১