ছেলেকে যাকাত দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৩ মে, ২১

প্রশ্ন

কোন পিতা কি তার গরীব ছেলে যে যাকাত নেওয়ার উপযুক্ত তাকে যাকাত দিতে পারবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছেলে মেয়েকে নিজের যাকাত দেওয়া যায় না। এমনকি তারা গরীব হলেও তাদেরকে নিজের যাকাত দেওয়া জায়েয নয়। তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। তাই তারা গরীব-অসহায় হলে তাদেরকে যাকাত-ফিতরা ছাড়া অন্য সম্পদ দ্বারা সহযোগিত করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ১২৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৪৩
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪২
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২০৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১