গোনাহের কসম করলে করণীয় কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকসম-মান্নত১১ মে, ২১

প্রশ্ন

একজন মুসলিম এক বিধর্মী মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কসম খায়। সে তা থেকে কিভাবে মুক্তি পেতে পারে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

গোনাহের কসম করে থাকলে তা ভেঙ্গে ফেলা জরুরী। কসমকৃত উক্ত না জায়েজ কাজ করা জায়েজ নেই। সে হিসেবে হিন্দু মহিলার সাথে অবৈধ সম্পর্কের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা ভেঙ্গে ফেলা আবশ্যক। তা পূর্ণ করা হারাম। তাই যদি এ জঘন্য নাজায়েজ কাজটি করার কসম করে থাকে লোকটি, তাহলে তা না করে, কসমের কাফফারা আদায় করতে হবে। কিন্তু কিন্তু উক্ত হারাম কাজটি কখনোই করা জায়েজ হবে না। وَلَا تَجْعَلُوا اللَّهَ عُرْضَةً لِّأَيْمَانِكُمْ أَن تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ • আর নিজেদের শপথের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না মানুষের সাথে কোন আচার আচরণ থেকে পরহেযগারী থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। আল্লাহ সবকিছুই শুনেন ও জানেন। -সূরা বাকারা-২২৪ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَلْيَأْتِ الَّذِى هُوَ خَيْرٌ وَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ • হযরত আবূ হুরায়রা e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি কোন কিছুর কসম খায়, তারপর এর বিপরীত কাজে কল্যাণ দেখে, তাহলে সে যেন উক্ত কল্যাণধর্মী কাজটি করে এবং স্বীয় কসমের কাফফারা প্রদান করে।

কাফফারার পদ্ধতিঃ

لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ الْأَيْمَانَ ۖ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ • আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। -সূরা মায়িদা-৮৯

উক্ত আয়াতের আলোকে কসমের কাফফারা হল- ব্যক্তি তার পরিবারকে নিয়ে মধ্যম ধরণের যে খাবার গ্রহণ করে এমন খাবার দশজন মিসকিনকে দুই বেলা খাইয়ে দিবে। অথবা দুই জোড়া কাপড় দিয়ে দিবে। যে ব্যক্তি এর সামর্থ রাখে না, সে তিন দিন রোযা রাখবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ মুসলিম, হাদীস নং: ৪,৩৬২
  • সহীহ ইবনে হিব্বান, হাদীস নং: ৪,৩৫২
  • মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং: ৫,৯৩১
  • মুসনাদে আহমদ, হাদীস নং: ১৮,২৫১
  • মুসনাদুশ শিহাব, হাদীস নং: ৫১৬
  • মুসনাদে ইবনুফ জিদ, হাদীস নং: ১৩৬
  • মুসনাদে তায়ারিসী, হাদীস নং: ১,৩৭০
  • মুজামে ইবনে আসাকীর, হাদীস নং: ১,৪৫৭
  • সুনানে দারেমী, হাদীস নং: ২,৩৪৫
  • সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং: ৪,৭২৭
  • সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং: ১৮,৬৩৪
  • সুনানে ইবনে মাজাহ, হাদীস নং: ২,১০৮
  • সহীহ বুখারী, হাদীস নং: ৬,২৪৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১