অসুস্থতার দরুন বসে নামাজ পড়তে না পারলে করণীয়

মাসিক আল কাউসারনামায২৭ ফেব, ২১

প্রশ্ন

আমার দাদী খুবই অসুস্থ। বসেও নামায পড়তে পারেন না। এখন তিনি কীভাবে নামায পড়বেন শায়িত অবস্থায় কি নামায পড়া যায়, পড়া গেলে এর নিয়ম কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত অবস্থায় আপনার দাদী শুয়ে মাথা ঝুঁকিয়ে আদায় করবেন। তবে রুকুর তুলনায় সিজদার জন্য মাথা বেশি ঝুঁকাতে হবে। শায়িত অবস্থায় নামায পড়ার কয়েকটি পদ্ধতি রয়েছে।

১. পা পশ্চিম দিকে, মাথা পূর্ব দিক দিয়ে চিত হয়ে শয়ন করবে। সম্ভব হলে পিঠ ও মাথার নিচে বালিশ ইত্যাদি কিছু দিয়ে উঁচু করে নিবে যেন সিনা ও চেহারা কিবলামুখী হয়ে থাকে। পা পশ্চিম দিকে বিছিয়েও দিতে পারে তবে সম্ভব হলে হাঁটু ভাজ করে রাখবে। শায়িত অবস্থায় নামায আদায়ের ক্ষেত্রে এই পদ্ধতিই অগ্রগণ্য।

২. মাথা উত্তর দিকে এবং পা দক্ষিণ দিকে রেখে শুবে। এভাবে ডান কাতে শুয়ে সিনা ও চেহারা কিবলার দিক করে রাখবে।

৩. মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে করে শুবে। এভাবে বাম কাত হয়ে শুয়ে চেহারা ও সিনা কিবলার দিকে রাখবে।

উল্লেখ্য, এ সকল পদ্ধতির কোনোটি সম্ভব না হলে যেভাবে শোয়া সম্ভব সেভাবে শুয়ে মাথা নেড়ে রুকু-সিজদা করবে। এসকল ক্ষেত্রে সিজদার জন্য রুকুর চেয়ে মাথা কিছুটা বেশি ঝুকাবে। মাথা নাড়ার ক্ষমতা থাকা পর্যন্ত নামায আদায় করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৪
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১১৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৭
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৩
  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ২১৩
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২০১
  • হাশিয়াতু তহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৩১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১